প্রবাস মানে

  • ১৬ জুলাই ২০২০, ১৫:৪৫
  • Bashir Akon
  • ২৮৩১ বার পঠিত
  • মন্তব্য

প্রবাস মানে টাকা নয়, জীবন গড়ার শিক্ষা
প্রবাস মানে উল্লাস নয়, অনুপম এক দীক্কা॥

প্রবাস মানে হাসি নয়, কষ্ট চোখের জল,
প্রবাস মানে ভাইকে বুকে জীবন গড়ার বল।
প্রবাস মানে প্রিয়তমার একটি রঙিন চিঠি
প্রবাস হলো মানুষের প্রতি ভালোবাসার
সমপ্রীতি।

প্রবাস হলো স্বপ্ন পৃরণ ছোট ছোট আশা
প্রবাস হলো ভাইয়ের হাসি, বোনের ভালোবাসা,
প্রবাস হলো বাবার বুকে সুখের শিহরণ॥
প্রবাস হলো মায়ের মুখে হাসির আবরণ
প্রবাস মানে স্বাধীনতা পরের হাতে বন্দি,,
প্রবাস মানে কাজের সাথে জীবনের এক সন্ধি॥

প্রবাস মানে শৃন্যতা প্রতি দিনই আসে
প্রবাস মানে অতীত সৃতি শুধুই চোখে ভাসে।।
প্রবাস মানে জীবন থেকে অনেকে হারিয়ে যাওয়া
প্রবাস মানে আপন সৃজন,,
হয়তো হবে না পাওয়া॥

প্রবাস মানে দেশময়ী মমতা ঝেড়ে ফেলা
প্রবাস মানে ব্যাথ জীবন,,

প্রবাস এর কথা । প্রবাসীর কথা । প্রবাস ঘর প্রবাসীর সুখ-দুঃখ, হাসি কান্নার কথা । প্রবাসের নিত্য নতুন আইন, প্রবাসের জীবনাচার, প্রবাসের শ্রমসাধ্য উপার্জন, কষ্টের দিন রাতের কথা বলে প্রবাস ঘর । পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রবাসীর সুখ দুঃখের কথা সবার আগে প্রবাস ঘর তুলে আনে । সৌদি প্রবাসীর নিত্য নতুন আইন, আইনী সহায়তা, হুরুব, সাধারণ ক্ষমা, ইকামা ফি বাড়া. কমা ইত্যাদি তাৎক্ষণিক খবর দেয় প্রবাস ঘর । চোখ ভরা স্বপ্ন নিয়ে প্রিয় পরিবার, প্রিয় মানুষের ভালোবাসা, আদর , মমতায় ছায়া ত্যাগ করে সুদূর প্রবাসে ছুটে আসে প্রবাসী-পরিবারের একটু সুখের জন্য । তপ্ত মরু, বা বরফ ঢাকা প্রবাসে , নিজেদের উজার করে দিয়ে কাজ করেন প্রবাসী । বিনিময়ে মিলে কিছু রিয়াল , ডলার । মাস শেষে সেই বিদেশী অর্থ প্রিয় মা, বাবাকে পাঠিয়ে দেন সন্তান । প্রবাসী সন্তানের তাতেই সুখ । মাসের শেষে নিজের পিতা মাতার মুখের হাসি ফুটাতে পারলে , স্ত্রী সন্তানের সুখ দেখলে, ভাই-বোনের একটু স্বচ্ছন্দ জীবন দেখলে প্রবাসীর ঘাম জড়ানো শ্রম আনন্দে রূপ লাভ করে । পরিবার পরিজনের সুখ আনন্দই প্রবাসীর আনন্দ । পরিবারের সুখই প্রবাসীর সুখ । প্রবাসী এজন্য তিলে তিলে নিজেকে উৎসর্গ করে দেন । ঈদের দিনও প্রবাসী নিজের পরিবার পরিজন থেকে দূরে থাকেন, নীরবে চোখের জল ফেলেন, পরক্ষণেই তার উপার্জিত অর্থে পরিবারে সুখে আছে ভেবে শান্তি পান । বাংলাভাষী, বাংলাদেশের প্রবাসী সন্তানরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমাদের এই বিভাগে আপনাদের স্বাগতম । লিখুন আপনার সুখ দুঃখ, প্রবাস অভিজ্ঞতার কথা । আপনার নাম, ঠিকানা, ইমেইল সহ লিখুন । আমরা আপনার লেখা প্রকাশ করবো । প্রবাসের সব খবর সবার আগে পেতে প্রবাস ঘরের সঙ্গে থাকুন । ধন্যবাদ ।

সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০২০, ২২:৪৮

পাঠকের মন্তব্য

ফেসবুকে এইপ্রবাস


চাকরি

চাকরি’র আরো খবর

এভিয়েশন