সকল এয়ারলাইন্সের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেছে GACA’। একথা আগেই জানা গিয়েছিল যে কেবলমাত্র প্রবাসীসহ নির্দিস্ট কিছু মানুষই ১৫ সেপ্টেম্বর(আজ) হতে সৌদি আরব ঢুকতে বার বের হতে পারবেন।
সকল এয়ারলাইন্সের প্রতি GACA’র নির্দেশনা, আজ ১৫ সেপ্টেম্বর থেকে কারা কীভাবে সৌদি আরবে বিমান ভ্রমণ করবেন?
আজ (১৫) সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু যাত্রীসমূহের জন্য গ্রুপের জন্য প্রথম দফায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরব।
উল্লেখ্য যে আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে আন্তর্জাতিক ভ্রমণে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
সৌদি মন্ত্রণালয় বলছে , তারা আগামী ডিসেম্বর, ২০২০ পর্যন্ত করোনা পরিস্থিতি যাচাই করবে, এবং আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে সকলের জন্য সৌদি আরবের আন্তর্জাতিক ভ্রমণের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
সৌদি জেনারেল অথোরিটি অফ সিভিল এভিয়েশন( GACA) সৌদি আরবে কার্যক্রম চালানো সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সকে এই করোনা পরবর্তি সময়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ব্যাপারে কিছু চূড়ান্ত নির্দেশনা দিয়েছে যা অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। আসুন দেখে নেই সেই নির্দেশনাসমূহ :
১। এয়ারলাইন্সগুলিকে জিসিসি সিটিজেনদের সৌদি আরবের বাহিরে আনা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
২। প্রবাসীদের ক্ষেত্রে শুধুমাত্র যাদের ভিসা ( এক্সিট, এন্ট্রি, ইকামা, ভিসিট ভিসা) ইত্যাদির মেয়াদ রয়েছে তারা সৌদি আরব ত্যাগ বা প্রবেশ করতে পারবেন।
৩। সৌদি আরবে আসার পুর্বে অবশ্যই যাত্রীদের ঐ দেশের সরকার কর্তৃক স্বীকৃত কোন ল্যাব হতে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে উঠতে হবে।
৪। যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরব ত্যাগ করবেন তাদেরকে অবশ্যই সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।
৫। এই বিজ্ঞপ্তিতে যা যা রয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে অন্যথায় ভ্রমণ বাতিল করা হতে পারে।
সর্বশেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৫
পাঠকের মন্তব্য