২৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের নতুন ভিসার কাজ শুরু

সৌদি আরবের নতুন ভিসার কাজ শুরু
সৌদি আরবের নতুন ভিসার কাজ শুরু

২৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের নতুন ভিসার কাজ শুরু হতে যাচ্ছে ঢাকার সৌদি দূতাবাসে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এর অনুমোদন যে সকল এজেন্সি আছে তাদের মাধ্যমে ভিসা সংক্রান্ত সকল কাজ ২৭ সেপ্টেম্বর থেকে করা যাবে।
২৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের নতুন ভিসার কাজ শুরু

বাংলাদেশে সৌদি আরবের দূতাবাসের অফিশিয়াল টুইটারে টুইটের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এই ঘোষণা মোতাবেক সৌদি আরবে নতুন ভিসার আবেদন করা যাবে, ভিসার মেয়াদ বাড়াতে পারবেন, এমনকি চাইলে ভিসা ক্যান্সেলের আবেদনও করতে পারবেন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।

তবে এর জন্য অবশ্যই অনুমোদিত এজেন্সি হতে হবে।

সৌদি আরব যাওয়ার জন্য কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। এ জন্য সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে।

অন্যদিকে সৌদি প্রবাসী যাদের ইকামার মেয়াদ এখনো আছে তাদের ইকামা আরো ২৪ দিন করে বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

এরপরেও যদি দরকার পরে তাহলে ইকামার মেয়াদ বাড়ানো যাবে বলে জানা যায়।

আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে এই সকল তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৮
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও