ছুটিতে থাকা বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার

বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার
বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার

সৌদি আরব সরকার ছুটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে। আজ ৭ অক্টোবর (বুধবার) পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ছুটিতে থাকা বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার

পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ছুটিতে থাকা সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। জানা যায়, যেসব সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ ফুরিয়ে আসছিলো কিংবা কয়েকদিনের মাধ্যেই শেষ হত তাদের সুবিধার্থেই ভিসার মেয়াদ বৃদ্ধি করলো সৌদি আরব সরকার।

গেল কিছুদিন ধরেই ক’রোনায় দেশে আটকা পড়া সৌদি প্রবাসীরা ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আন্দোলন করে আসছিলেন। তারা দাবী জানিয়েছিলেন, যেন তাদের ভিসার মেয়াদ সরকারী পক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি করে দেয়া হয়। অবশেষে তাদের দাবী পূরণ হলো।

পররাষ্ট্রমন্ত্রণালয় আজ প্রবাসীদের নিশ্চিত করে জানিয়েছেন, সৌদি প্রবাসী সকল শ্রমিকদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে সৌদি সরকার। এর ফলে দেশে আটকা পড়া প্রবাসীরা তাদের কর্মস্থলে (সৌদিতে) ফিরতে পারবেন।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের ১০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকে শেষে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছিলেন , সৌদি আরবের সাথে সপ্তাহে ২০ টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ১০ টি ফ্লাইট সৌদি এয়ারলাইন্স, ১০ টি বাংলাদেশ বিমান পরিচালনা করবে।

সেদিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আরো জানিয়েছিলেন, যারা কফিলের অনুমতি না পাওয়ায় সৌদিতে যেতে পারছেন না, তাদের বিকল্প চাকুরী খোঁজা দরকার।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিদেশ থেকে ক’রোনার কারণে ১ লাখ ৫৭ হাজার প্রবাসী ফিরে এসেছেন।

সর্বশেষ আপডেট: ৭ অক্টোবর ২০২০, ২০:৫৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও