সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বেসরকারী খাতে শ্রম সংস্কার করবে

মানব সম্পদ মন্ত্রণালয়
মানব সম্পদ মন্ত্রণালয়

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বেসরকারী খাতে শ্রম সংস্কার করবে। এই সংস্কার কাজের শুরু হিসাবে তাঁরা সৌদি জাতীয় রূপান্তর কার্যক্রম ( এনটিপি) প্রোগ্রাম আজ (৪ নভেম্বর) চালু করতে যাচ্ছে।
সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বেসরকারী খাতে শ্রম সংস্কার করবে

এই শ্রম সংস্কার সৌদি বেসরকারী খাতে নিয়োগদাতা ও কর্মচারি-শ্রমিকের মধ্যকার সম্পর্ক আরো বৃদ্ধি করবে।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় চায় সৌদি আরবের বেসরকারী খাতের কার্যকম আরো বৃদ্ধি করতে।

সেই সাথে কাজ করার পরিবেশও উন্নত করতে চায় তাঁরা।

বিপুল সংখ্যক প্রবাসী কর্মচারী- শ্রমিকদের এই খাতে কাজ করতে আগ্রহী করে তুলতে এই শ্রম সংস্কার দারুণ ভাবে কাজে আসবে বলে আশা করছে সৌদি সরকার।

এই শ্রম সংস্কারকে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় লেবার রিফোর্ম ইনিশিয়েটিভ( এলআরআই) নাম প্রদান করেছে।

এছাড়াও অতি গুরত্বপূর্ণ একটি বিষয় হল যে এর মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পেশা পরিবর্তন ও এক্সিট ও রিএন্ট্রি ভিসার সকল কাজ সম্পাদিত হবে।

উল্লেখ্য যে সৌদি আরব ইতিমধ্যেই কাফালা প্রথা বিলুপ্তির ঘোষণা প্রদান করেছে।

তাই প্রবাসী শ্রমিকদের পেশা পরিবর্তন ও এক্সিট ও রিএন্ট্রি ভিসার সকল কার্যক্রম এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে বলে বোঝা যাচ্ছে।

এই উদ্যোগটি সৌদি আরবে কাজের পরিবেশের দক্ষতা বাড়িয়ে তুলবে।

এলআরআই যা নিশ্চিত করবে :

১/মজুরি সুরক্ষা ব্যবস্থা।

২/ কাজের চুক্তির ডিজিটালাইজেশন।

৩/ যাবতীয় ডকুমেন্টেশন, শ্রম শিক্ষা ও সচেতনতামূলক উদ্যোগ।

৪/ শ্রমিকদের মাঝে তৈরি হওয়া বিরোধ নিষ্পত্তির বিশেষ ব্যাবস্থা যা সৌদি আরবে “ওয়েডি” নামে পরিচিত।

উল্লেখ্য যে প্রায় ৭ দশক থেকে চলে আসা কাফালা প্রথা আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার ঘোষণা আসে এই বছরের একদম শুরুতেই।

তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে এটির বাস্তবায়ন পিছিয়ে যায়।

কাফালা বাতিলের ফলে নিশ্চিত ভাবেই এটি সৌদি প্রবাসী কর্মী বা ব্যাবসায়ী উভয়ের জন্যই মঙ্গল বয়ে আনবে।

কেননা এটি অনেকটা খাঁচায় বন্দী পাখির মুক্তি পাওয়ার মতই সে কথা আসলে বলাই বাহুল্য

সর্বশেষ আপডেট: ৪ নভেম্বর ২০২০, ২৩:২৮
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও