শুক্রবার থেকে চালু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল

শুক্রবার থেকেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহী উদ্দেশে ভারত থেকে রওনা দিতে পারে আন্তর্জাতিক ফ্লাইট।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী

হরদীপ সিং পুরী। ওই দেশগুলির সঙ্গে ইতিমধ্যে এবিষয়ে চুক্তি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি

আরও জানান, জার্মানির সঙ্গে এবিষয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত তাদের সঙ্গে এবিষয়ে কোনও চুক্তি হয়নি ভারতের। তা সম্পন্ন হলে সেদেশেও পাড়ি দেবে বিমান।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলেও আগের মতো যাত্রী হবে না।
এটা ধরে নিয়েই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আমাদের বিমান চলাচলের বিষয়ে একটি চুক্তি হয়েছে।
ভারত-সহ ওই দেশগুলিতে সংক্রমণ রুখতে যে বিধিনিষেধ রয়েছে তা মেনেই এই পরিষেবা দেওয়া হবে। জার্মানির সঙ্গেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চুক্তি হয়নি। এর পাশাপাশি আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে আগ্রহী আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বিমান পরিষেবা ফের চালু না হওয়া পর্যন্ত সীমিত সংখ্যক সংস্থাকেই বিমান চালানোর অনুমতি দিচ্ছি আমরা। প্রয়োজন অনুযায়ী বিমানগুলির সময়সূচি পরিবর্তিতও হতে পারে।’

সর্বশেষ আপডেট: ১৭ জুলাই ২০২০, ১০:২৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও