মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের জেরামের একটি পাম ওয়েলের জমিতে কন্টেইনারে গাদাগাদি করে থাকছেন শতাধিক বাংলাদেশি।
ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
স্থানীয় সময় শনিবার দেশটির গণমাধ্যমে উঠে আসার পর এ নিয়ে আলোচনা শুরু হয়।
মালয়েশিয়ার স্থানীয় এক সাংবাদিকের কাছ থেকে ভুক্তভোগী প্রবাসীদের খোঁজ পেয়ে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেন সময় নিউজের প্রতিবেদক।
তারা জানান, এখানে ১০০ জনের বেশি মানুষের বসবাস। তাদের সবাই বাংলাদেশি।
এক বাসিন্দার তথ্য অনুযায়ী, বিভিন্ন সাইজের প্রায় ৩০ থেকে ৪০টি কন্টেইনার রয়েছে সেখানে। কন্টেইনারগুলোতে একটি রুমেই গাদাগাদি করে থাকছেন ৭ থেকে ৮ শ্রমিক।
সবমিলিয়ে প্রায় ১০০ জনের মতো ফার্নিচার ফ্যাক্টরির শ্রমিক বসবাস করছেন কন্টেইনারগুলোতে।
পাঠকের মন্তব্য