বাংলাদেশ-সৌদি আরব ৪২ ফ্লাইট বাতিল

বাংলাদেশ-সৌদি আরব ৪২ ফ্লাইট বাতিল
বাংলাদেশ-সৌদি আরব ৪২ ফ্লাইট বাতিল

করোনা মহামারির কারণে ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করেছে সৌদি সরকার।
এতে সৌদি এবং বাংলাদেশে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী।

এ নিয়ে সোমবার দুপুরে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

তিনি বলেন, সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ বিমানের মোট ২১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফলে বিমানের মোট ৫ হাজার যাত্রী আটকা পড়েছেন।
আর সৌদিতে আটকা পড়েছেন ৬ হাজার যাত্রী।
আসা-যাওয়া মিলে মোট ৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, পুনরায় ফ্লাইট চালু হলে যাত্রীদের নতুন করে টিকিট নিতে হবে।
তবে কোনো ফি কাটা হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আটকেপড়া যাত্রীদের আসন বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

সর্বশেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ১৫:৪৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও