মহামারি করোনার নতুন প্রজাতির সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে দেশে দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞার হিড়িক পড়েছে।
ইতিমধ্যে সৌদি আরব আন্তর্জাতিক সব রুটে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে।
দেশটির নিষেধাজ্ঞার কারণে সোমবার থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্বের প্রায় ২০টি দেশ।
সংক্রমণ এবং মৃত্যু এড়াতে আকাশপথ ছাড়াও স্থলপথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বিভিন্ন দেশ। ইতিমধ্যে সংক্রমণ ঠেকাতে সিডনিকে পুরো অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
এছাড়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দাদের ওপর আরোপ করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। ফলে ক্রিসমাস উদযাপন থেকে বিরত থাকতে হবে সিডনিবাসীকে।
নতুন প্রজাতির করোনার সংক্রমণ মোকাবিলায় সবার আগে পদক্ষেপ নিয়েছে কানাডা।
তিন দিনের জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার স্বাস্থ্যমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফ্রান্স, জার্মানি এবং ইতালিও ব্রিটেনের সঙ্গে সবধরনের বিমানযাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে।
পাশাপাশি দেশটির সঙ্গে ট্রেনযাত্রাও স্থগিত করেছে এ তিন দেশ।
পাঠকের মন্তব্য