মহামারি করোনার শুরুতে সবচেয়ে বেশি নাকাল হওয়া ইতালিতেও নতুন ধরনের করোনা সনাক্ত হয়েছে।
বুধবার দেশটির আনকোনার কেন্দ্রীয় শহরে নতুন ধরনের করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি সনাক্ত হয়।
বিস্ময়কর তথ্য হলো উক্ত ব্যক্তি যুক্তরাজ্য কিংবা কোনো দেশ থেকে ফেরেননি।
নিজ দেশে, নিজ এলাকায় থেকেই তিনি নতুন ধরনের এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মানে করোনা দ্রুত মিউটেটেড অর্থাৎ রূপ বদল করছে। যাতে করে তারা দ্রুত এক মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়াতে পারে, দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং আবিস্কৃত ওষুধ প্রয়োগের মধ্যেও টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।
পাঠকের মন্তব্য