সরকারের দিকে তাকিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বাংলাদেশ এয়ারলাইন্স
বাংলাদেশ এয়ারলাইন্স

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন দেখা দিয়েছে। খুবই দ্রত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। লন্ডনসহ দেশটির বিভিন্নর এলাকায় এটি ভয়াবহ রুপ নিয়েছে।
এই অবস্থায় লন্ডনে ফ্লাইট পরিচালনা করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিমান।
এই রুটটিতে ঢাকা থেকে এমিরেটস, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ার ও ইত্তেহাদ যাত্রী পরিবহন করে থাকে।
এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে।

এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, নেরারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ছাড়াও ৪০টির বেশি দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
এমনকি পার্শ্ববর্তী ভারত, সউদী আরবও যুক্তরাজ্যে কোনো ফ্লাইট পরিচালনা করছে না।
কিন্তু বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
বিভিন্ন দেশ অত্যন্ত দ্রæততার সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ সরকার শুরু থেকেই বলে আসছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
পরস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নেবেন।

সর্বশেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও