সৌদি আরবে প্রবাসীদের অপহরণ করা চক্রের তিনজন বাংলাদেশী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, তারা একজন প্রবাসী বাংলাদেশীকে অপহরণ করে আটকে রেখেছিলো, এবং দেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে বড় অংকের টাকা আদায় করে তারপরেই তাকে মুক্তি দিয়েছিলো। এই সূত্র ধরেই অপহরণকারী চক্রের এই তিনজন বাংলাদেশী সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে এই অপরাধ চক্রটি । নানান সময়ে তারা নিত্য নতুন ফন্দি করে বাংলাদেশীদের ফাঁদে ফেলে গোপন স্থানে আটকে রাখে । প্রচণ্ড শারীরিক নির্যাতন করে, ভোক্তভোগীকে দেশে যোগাযোগ করতে বাধ্য করে । অপহৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মোটা অংকের টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে আদায় করার অনেক খবর মাঝে মাঝেই পাওয়া যায় ।
বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ক অনেক অভিযোগ জমা রয়েছে । দূতাবাস সৌদি পুলিশের মাধ্যমে বিষয়টি নিয়ে কাজ করে আসছে অনেকদিন ধরে । সেই ধারাবাহিকতায় মাঝে মাঝে অপহরণ চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে সৌদি পুলিশ ।
এই চক্রটিতে বাংলাদেশী, ভারতীয় এমনকি সৌদি নাগরিকরাও জড়িত বলে বিভিন্ন অপহৃতের বক্তব্যে উঠে এসেছে অতীতে। চক্রটি বহুবার বিভিন্ন প্রতারণার মাধ্যমে নিরীহ বাংলাদেশী প্রবাসীদের অপহরণ করে জনমানবশূন্য স্থানে আটকে রাখতো, এবং দেশে অবস্থান করা তার পরিবার থেকে মোটা অংকের টাকা আদায় করতো। অনেকদিন ধরেই এভাবে অপহরণকর্ম চালিয়ে আসছিলো তারা।
এই অপহরণ চক্রের ৩ জন বাংলাদেশী সদস্য ধরা পড়ায় চক্রের বাকিদেরও দ্রুত ধরা সম্ভব হবে বলে আশা করছেন সকলেই।
এদিকে অন্য এক খবরে রিয়াদ পুলিশের মুখপত্র জানিয়েছে, মোটা অংকের নগদ অর্থসহ রিয়াদ পুলিশ ১৭ জনের একটি বাংলাদেশী জুয়ার চক্রকে গ্রেফতার করেছে একইদিন ।
সর্বশেষ আপডেট: ১৭ জুলাই ২০২০, ১৩:০৮
পাঠকের মন্তব্য