প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাজ্যে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দেন।
এ সময় তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
যুক্তরাজ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হলো।
সোমবার মধ্যরাত থেকে আগামী মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে।
এর আওতায় স্কুল, কলেজ, খুব জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে বা অবস্থান করতে পারবেন না।
বিয়েতে মাত্র ছয় জন লোক ও জানাজার নামাজে ৩০ জন উপস্থিত হতে পারবেন।
পাঠকের মন্তব্য