সৌদির টিকিট কালোবাজারে

সৌদির টিকিট কালোবাজারে
সৌদির টিকিট কালোবাজারে

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় রাউন্ডে সৌদিগামী সকল ফ্লাইট দু’সপ্তাহ বন্ধ থাকার পর গত ৬ জানুয়ারি থেকে পুনরায় ফ্লাইট শুরু হয়েছে।
সৌদিগামী টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছে।
সিন্ডিকেট চক্র সৌদির টিকিট ব্লক করে চড়া দামে কালোবাজারে দেদারসে বিক্রি করছে।
সৌদিগামী ওয়ান ওয়ে টিকিট বর্তমানে ৭০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
আগে সউদীগামী ওয়ান ওয়ে টিকিট ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হতো।
বৈশ্বিক করোনা মহামারিতে ছুটিতে এসে আটকে পড়া হাজার হাজার প্রবাসী কর্মী দীর্ঘ দিন ঘরে বসে বসে খেতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।
অনেক প্রবাসী তাদের সন্তানদের পড়া-লেখার খরচ পর্যন্ত চালাতে পারছে না।
চড়া দামেও টিকিট না পেয়ে সউদী গমনেচ্ছুদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
ভিটেমাটি বিক্রি ও ঋণ করে প্রবাসের কর্মস্থলে যোগ দিতে গিয়ে কর্মীদের নাভিশ্বাস উঠছে। সউদীগামী টিরিটের বাজার নিয়ন্ত্রণে নজরদারি শুরু করা জরুরি হয়ে পড়েছে।
অভিজ্ঞ মহল এ অভিমত ব্যক্ত করেছেন।
তারা মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ধরে রাখতে সকল থার্ড ক্যারিয়ার উন্মুক্তকরণের জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ আপডেট: ৮ জানুয়ারী ২০২১, ১৪:৫৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও