পুনরায় চালু হলো সৌদি আরব-কাতার বিমান চলাচল

কাতার বিমান
কাতার বিমান

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে আরব দেশগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরের পর প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কাতার এয়ারওয়েজের কিছু বিমান চলাচল শুরু হয়েছে।

কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে এক টুইট বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
এ বাপারে খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কিছু ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে কাতার এয়ারওয়েজ।
৭ জানুয়ারি দোহা থেকে জোহানেসবার্গের উদ্দেশে ৮টা ৪৫ মিনিটে প্রথম বিমান ছেড়ে যায়।
সৌদি আরব ঘোষণা দিয়েছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে কাতারের ওপর যে অবরোধ আরোপ করা হয়েছিল, তা সৌদি আরবের মিত্র দেশগুলো তুলে নিয়েছে।
গত মঙ্গলবারের জিসিসি সম্মেলনে চুক্তি স্বাক্ষরের জেরে এ সিদ্ধান্ত এলো।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই দোহার সঙ্গে ভ্রমণ এবং বাণিজ্য শুরু হতে পারে।
তবে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠায় আরও কিছু সময় প্রয়োজন জানিয়ে বৃহস্পতিবার আমিরাতের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী আনোয়ার গারগাস বলেছেন, আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেট: ৯ জানুয়ারী ২০২১, ১৬:২৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও