শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের জল, স্থল ও আকাশ পথ কাতারের জন্য খুলে দেয়া হচ্ছে।
শুক্রবার আমিরাত সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ ও ইয়েনি সাফাকের।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আবদুল্লাহ বেলহৌল বলেন, কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা করে অন্যান্য সমস্যারও সমাধান করা হবে।
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিয়োগ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে আকাশ পথসহ সব সীমান্ত বন্ধ করে দেয় আমিরাত এবং আরও তিনটি মধ্যপ্রাচ্যের দেশ। অন্য তিনটি দেশ হলো, সৌদি আরব, বাহরাইন ও মিসর।
এর আগে কুয়েতের মধ্যস্থতায় কাতারের জন্য সৌদ আরবের সীমান্ত খুলে দেয়া হয়।
সর্বশেষ আপডেট: ৯ জানুয়ারী ২০২১, ১৬:৩৫
পাঠকের মন্তব্য