৫২ টন জ্বালানীকাঠসহ ৬৯ সৌদি নাগরিক ও প্রবাসী আটক

৫২ টন জ্বালানীকাঠসহ ৬৯ সৌদি নাগরিক ও প্রবাসী আটক
৫২ টন জ্বালানীকাঠসহ ৬৯ সৌদি নাগরিক ও প্রবাসী আটক

৫২ টন জ্বালানীকাঠসহ ৬৯ সৌদি নাগরিক ও প্রবাসী আটক। সৌদি আরবে জ্বালানীকাঠ সংগ্রহ ও পরিবহনের জন্য এদের আটক করেছে সৌদি পুলিশ। সৌদি আরবের বিভিন্ন অঞ্চল হতে এদের আটক করা হয়। 

পুলিশের সাথে সাথে পরিবেশ রক্ষার জন্য নিয়োজিত সৌদি আরবের বিশেষ বাহিনীও এই অভিযানে অংশ নিয়েছিল।

 

এই অভিযানে মোট ৫২ টন জ্বালানীকাঠ যেগুলি বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আটক করা হয়। সেই সাথে ৫৪টি যান আটক করা হয় যেগুলি দ্বারা এই সকল কাঠ পরিবহণ করা হচ্ছিল।

সৌদি আরবের রাজধানী রিয়াদে মোট ২১ সৌদি নাগরিক ও ১৩ জন প্রবাসীকে আটক করা হয় বনভূমি নস্ট করে এই সকল জ্বালানী কাঠ সংগ্রহ করার জন্য।

অন্য দিকে সৌদি আরবের মক্কা, কাসিম, হাইল, জাজান, নাজরান, আল-রউফ এবং তাবুকে মোট ২৪ জন সৌদি নাগরিক এবং ১০ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

এদের কাছে ২৪টি ট্রাক ভর্তি জ্বালানীকাঠ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ৯ জানুয়ারী ২০২১, ২১:৩৮
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও