লেবাননে ১২ দিনের জরুরি অবস্থা

লেবাননে ১২ দিনের জরুরি অবস্থা
লেবাননে ১২ দিনের জরুরি অবস্থা

লেবাননে করোনা পরিস্থিতি মোকাবিলায় ১২ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশটিতে পুরোপুরি লকডাউন এবং কারফিউ থাকবে।

গত সপ্তাহে ৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ ধাপে ২৩ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল দেশটির তত্ত্বাবধায়ক সরকার।
তারপরেও প্রতিদিন উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সোমবার রাষ্ট্রপতি মিশেল আউনের আহ্বানে অনুষ্ঠিত উচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জরুরি অবস্থা চলাকালে দেশটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে।
তবে বেকারি, পেট্রোল পাম্প ও ওষুধের দোকান যথারীতি খোলা থাকবে।
পাশাপাশি, রাজধানী বৈরুতের একমাত্র বিমানবন্দরটি এই কারফিউর আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।

সর্বশেষ আপডেট: ১২ জানুয়ারী ২০২১, ১৫:৫১
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও