২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা

২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা
২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সচিব ব্রেন্ডন মারফি বলেছেন, অন্তত ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণের কোনো সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ানদের।
হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এ বছর সীমান্তে পর্যাপ্ত বিধিনিষেধ এবং হোটেল কোয়ারেন্টাইন নিয়ম বহাল থাকবে।
সোমবার এসব বলেন তিনি।
বুধবার অস্ট্রেলিয়ান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
এই মুহূর্তে নাগরিকদের এবং দেশটিতে বসবাসরত স্থায়ীদের দেশ ছাড়ার কোনো আবেদন গ্রহণ করা হবে না যদি না তারা শর্ত মেনে চলে।
এজন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
শর্তগুলো হলো- জাতীয় স্বার্থে ভ্রমণ, সহানুভূতিশীল বা মানবিক কোনো কাজ, তিন মাস বা তারও অধিক সময় ধরে অস্ট্রেলিয়ার বাইরে ভ্রমণ করছেন, অস্ট্রেলিয়ায় চিকিৎসা সম্ভব নয় এমন জরুরি চিকিৎসার জন্য, ব্যবসা বা কর্মী সংক্রান্ত কাজ এবং মহামারি করোনার সহায়তামূলক কোনো কাজের জন্য আবেদন করতে পারবেন।

সর্বশেষ আপডেট: ২১ জানুয়ারী ২০২১, ১১:২৩
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও