সৌদি আরবে ৩ জন আসামীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে ১০ বছরের কারাদন্ড

সৌদি আরবে ৩ জন আসামীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে ১০ বছরের কারাদন্ড
সৌদি আরবে ৩ জন আসামীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে ১০ বছরের কারাদন্ড

সৌদি আরব বিচার ব্যবস্থা ৩ জন অপরাধীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে প্রত্যেককে ১০ বছরের কারাদন্ড দিয়েছে। সৌদি আরবের হিউম্যান রাইটস এসোসিয়েশন গত রবিবার এক ঘোষনায় এই তথ্য জানায়।

সৌদি আরবের হিউম্যান রাইটস কমিশন এর বিবৃতি অনুযায়ী, তিনজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী, আলি আল-নিমর, দাউদ আল-মারহউন, এবং আবদুল্লাহ আল-জাহেরকে মৃত্যুদন্ডের সাজা পরিবর্তন করে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তাদের গ্রেফতার এর সময় থেকে এই সাজা শুরুর সময় গণনা করা হবে।

 

আল-নিমর ২০১২ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়েছিলেন। তার মুক্তির তারিখ ২০২২ সাল ধরা হয়েছে। একইভাবে ১০ বছর কারাদন্ডের সাজাপ্রাপ্ত হবার পরে গ্রেফতার এর সময় থেকে ১০ বছর হিসেব করে ২০২২ সালে মুক্তি পাবেন দাউদ আল-মারহউন এবং আবদুল্লাহ আল-জাহেরও।

হিউম্যান রাইটস কমিশন জানায়, অপরাধ সংঘটনকালে তিনজন আসামীই অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের সাজা কমিয়ে জুভেনাইল আইন অনুযায়ী কারাদন্ড দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেট: ৯ ফেব্রুয়ারী ২০২১, ২১:৫৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও