মালয়েশিয়া থেকে ৫৯ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে

মালয়েশিয়া থেকে ৫৯ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে
মালয়েশিয়া থেকে ৫৯ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে

৫৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
মালয়েশিয়ায় ২০১৯ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অপরাধে অভিবাসন বিভাগ ও পুলিশের অভিযানে বিভিন্ন দেশের ৫৯ হাজার ১১৪ জনকে গ্রেফতার করে ফেরত পাঠানো হয়েছে।

তবে এখনও ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
করোনা পরিস্থিতির কারণে প্রত্যাবর্তন ব্যাহত হচ্ছে বলে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী দাতুক হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৩৭,০৩৮ জন অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এর মধ্যে বাংলাদেশের ৫৪৫০ জন, ইন্দোনেশিয়া ১৭,০০২ জন, মিয়ানমার ৩,৩২২ জন, থাইল্যান্ড ২৩৫৮ জন এবং ১৪৯৩ জন পাকিস্তানসহ বাকিরা অন্যন্যা দেশের নাগরিক।

সর্বশেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৮:১৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও