সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ আল-রাজি শীঘ্রই সৌদি আরবের রেস্টুরেন্ট, ক্যাফে, মার্কেট, শপিং মল সৌদিকরণ করার ব্যাপারে ঘোষণা দিয়েছেন।
তিনি আরো জানান, বিগত জানুয়ারি, ২০২১ এ ২৮ হাজারেরও বেশি সৌদি নারী ও পুরুষ সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ করেছেন।
জাতীয় এক সম্মেলনে তিনি জানান, সৌদি সরকার দেশের সকল সৌদি নারী ও পুরুষকে কাজের সুযোগ দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যেই দেশের প্রাইভেট সেক্টরগুলোতে সৌদি নাগরিকদের কাজ করার জন্য সকল সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং সর্বনিম্ন বেতন ধার্য করা হয়েছে।
তিনি আরো জানান, ২০১৯-২০২০ সালে সৌদিকরণ এর চলমান উদ্যেগ বিপুল সাফল্য পেয়েছে, এবং ৪ লাখ ২০ হাজারেরও বেশি সৌদি নাগরিক সৌদি শ্রম বাজারে প্রবেশ করেছেন।
২০২১ সালের জানুয়ারি মাসে ২৮ হাজারেরও বেশি সৌদি নারী ও পুরুষ শ্রম বাজারে প্রবেশ করেছেন। সৌদি সরকার সৌদি আরবের বিভিন্ন সেক্টর সৌদিকরণ এর মধ্যে দিয়ে সৌদি নাগরিকদের আন্তর্জাতিক মানের কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
সর্বশেষ আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫৭
পাঠকের মন্তব্য