কানাডা থেকে আজই দেশে আসছে ড্যাশ এইট মডেলের নতুন দুটি উড়োজাহাজের একটি।
বহরে যুক্ত হতে যাওয়া দুটি ক্রাফট দিয়ে নতুন গন্তব্যে পাখা মেলতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটির দাবি, এতে আয়ের পাশাপাশি বাড়বে যাত্রীসেবার মান।
যদিও শুধু ক্রাফট বাড়ানোতেই সমাধান দেখছেন না অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে ১২টি বোয়িং ও একটি ড্যাশ-৮ সহ অত্যাধুনিক প্রযুক্তির ১৩টি উড়োজাহাজের মালিক বাংলাদেশ বিমান।
সেই হিসেবে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো সংকট হওয়ার কথা না। এরপরও হরহামেশাই শিডিউল ঠিক না থাকা, উড়োজাহাজের ভেতরের পরিবেশ নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ রয়েছে।
এসব সমস্যা অনেকটা অমীমাংসিত রেখেই বিমানের বহরে এবার যুক্ত হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠানের তৈরি আরো দুটি নতুন ড্যাশ এইট উড়োজাহাজ।
সর্বশেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:২১
পাঠকের মন্তব্য