দেশের অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সে ব্যবসা ৮০ ভাগ পুনরুদ্ধার

দেশের অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সে ব্যবসা ৮০ ভাগ পুনরুদ্ধার
দেশের অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সে ব্যবসা ৮০ ভাগ পুনরুদ্ধার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, করোনা টিকা দেয়ার ফলে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ায় অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর যাত্রী ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ব্যবসা ইতোমধ্যে ৮০ ভাগের উপর পুনরুদ্ধার হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ পর্যটন শিল্পও আবার উজ্জীবিত হয়ে উঠছে।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মহামারিকালে আকাশ পথে যাত্রী পরিবহনে সেবা প্রদানকারী এয়ারলাইন্সগুলোকে সম্মাননা প্রদান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে মনিটর পত্রিকা।

সর্বশেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও