বাংলাদেশের বোয়িং ৭৭৭ মডেলের বিমান নিয়ে আতঙ্কিত নয়, সতর্কের পরামর্শ

বোয়িং ৭৭৭ মডেলের বিমান নিয়ে আতঙ্কিত নয়, সতর্কের পরামর্শ
বোয়িং ৭৭৭ মডেলের বিমান নিয়ে আতঙ্কিত নয়, সতর্কের পরামর্শ

বাংলাদেশের কেনা বোয়িং ৭৭৭ মডেলের বিমান অত্যাধুনিক। ইঞ্জিনের নির্মাতা প্রতিষ্ঠানও ভিন্ন, তাই এ মডেলের বিমান নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসামরিক প্রতিমন্ত্রী মাহবুব আলী। আতঙ্কের কারণ না থাকলেও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের।

১৯ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে হাওয়াই যাওয়ার পথে বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর ৭৭৭ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। দুর্ঘটনাকবলিত বিমানটি ‘প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০’ ইঞ্জিনে চলছিল।

একই মডেলের বিমান ও ইঞ্জিনচালিত বিমান এরই মধ্যে চলাচল বন্ধ রেখেছে জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভন্ন দেশ। সারাবিশ্বে দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৭৭-এর বিমানের একই মডেলের ইঞ্জিন আছে ৬৯টি।

বোয়িং বহরে ৭৭৭ মডেলের ৪টি উড়জাহাজ আছে বাংলাদেশেরও। তবে, এসব উড়োজাহাজ অত্যাধুনিক মডেলের এবং এর ইঞ্জিনও নিরাপদ বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ যে ধরনের বোয়িংয়ের ইঞ্জিন ব্যবহার করে সে ধরনের ইঞ্জিনের বিমান ২০১৬ তে একবার জরুরি অবতরণ করতে হয়েছিল। তাই সতর্ক থাকতে হবে।

সর্বশেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:২৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও