সৌদি আরবের একটী কোম্পানিতে কর্মরত একজন প্রবাসী কর্মচারীকে সৌদি আরব থেকে ৬০ লাখ রিয়াল পাচার করার অপরাধে ৩ বছরের জেল এর সাজা দিয়েছে আদালত।
৩ বছরের জেল এর পাশাপাশি পাচারকৃত টাকা বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছে সৌদি আদালত। এছাড়াও অভিযুক্তকে ২০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে, এবং ৩ বছরের জেল এর সাজা ভোগ করার পরে তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে।
সৌদি আরবের বিচার বিভাগের একটি সূত্র জানায়, অভিযুক্ত প্রবাসী একটি এক্সপ্রেস কার্গো কোম্পানি এর কর্মচারী। তিনি সৌদি আরবের বাইরে বিপুল পরিমাণ টাকা পাচার করার চেষ্টা করার সাথে সাথেই তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে অপরাধ বিভাগের।
সৌদি আরবের ইকোনমিক ক্রাইভ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অভিযুক্তকে কার্গো সার্ভিস এর একটি গাড়িতে করে ৫ লাখ বহন করার সময় জেদ্দা প্রদেশ থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি এই টাকা পাচার সহ মোট ৬০ লাখ টাকা পাচার এর অপরাধ স্বীকার করেন।
তার স্বীকারোক্তির সূত্র ধরে পাচারকৃত টাকা খুজে বের করে জব্দ করার আদেশ দিয়েছে সৌদি বিচার বিভাগ। ইতিমধ্যেই এই টাকা খুজে বের করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
সর্বশেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ২২:৫৩
পাঠকের মন্তব্য