কারচুপি করা এক দল থেকে ৭৪ কোটি রিয়াল উদ্ধার

কারচুপি করা এক দল থেকে ৭৪ কোটি রিয়াল উদ্ধার
কারচুপি করা এক দল থেকে ৭৪ কোটি রিয়াল উদ্ধার

সৌদি অপরাধ তদন্ত বিভাগ সম্প্রতি বাণিজ্যিক কারচুপি কর্মকাণ্ডের সাথে জড়িত একটি তিন সদস্য বিশিষ্ট চক্রের অবৈধ পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এক সৌদি নাগরিক ও দুই বসবাসকারীর এই দলটি বিদেশে অর্থ পাচার করতে গিয়ে ধরা পরে।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন এর একটি সূত্রমতে জানা গেছে, অপরাধ তদন্ত বিভাগের এক অনুসন্ধানে একজন সৌদি নাগরিক এবং ২ জন প্রবাসীর  সম্পৃক্ততা বেরিয়ে আসে। তিন সদস্যের এই দলটি বাণিজ্যিক কারচুপির অর্থ পাচারের সাথে জড়িত ছিল। অভিযুক্ত প্রবাসী দুজন দক্ষিন আফ্রিকান নাগরিক।

 

উক্ত তদন্তের ভিত্তিতে অভিযুক্তদেরকে সর্বোচ্চ ১৬ বছরের কারাদণ্ড এবং জরিমানা ধার্য করে রায় জারি করা হয়েছে।

এছাড়াও এই অভিযানে প্রায় ৭৪০ মিলিয়ন জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত প্রবাসী দুজনকে তাদের জেল এর সাজা ভোগ করার পরে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

সর্বশেষ আপডেট: ১ মার্চ ২০২১, ১৫:৫৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও