হুতিদের মিসাইল হামলা ঠেকিয়ে দিল সৌদি ! রাজধানী রিয়াদের আকাশে গতকাল(২৭ ফেব্রুয়ারি) অনেক আলো ও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সৌদি সামরিকজোট বলছে হুথি বিদ্রোহীদের পরিচালনা করা একটি মিসাইল হামলার মিসাইল সমূহ আকাশেই ধংবস করে দেওয়ার কারণই এই সকল আলো ও আওয়াজের উৎস।
এছাড়া রিয়াদ শহর ছাড়াও সৌদি আরবের জিজান প্রদেশ ও মুসাহিত শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল যা সৌদি জোটের প্রতিরক্ষা ব্যাবস্থা ( এন্টি মিসাইল ইউনিট) বেশ ভালভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছিল।
তবে এই সকল হামলায় সৌদি পক্ষ হতে কোন প্রকার হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।
তবে একটি সৌদি টিভি চ্যানেল উল্লেখ করে যে এই মিসাইল হামলায় রিয়াদ শহরের একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
এই হামলার সময়কালেই রিয়াদের বাহিরে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল এবং সেখানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
তবে এই হামলা নিয়ে হুত্থিদের পক্ষ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি আরবের ওই টেলিভিশন চ্যানেলটি আকাশে আলোর ঝলকানি, বিস্ফোরণ ইত্যাদির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেককে এগুলি পোস্ট করতে দেখা গেছে।
এছাড়া তাঁরা বিস্ফোরণের শব্দও শুনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন।
সৌদি জোট ব্যাবস্থা যে কোন ধরণের মিসাইল প্রতিরক্ষা ব্যাবস্থা হিসাবে প্যাট্রিয়ট এন্টি মিসাইল সিস্টেম ব্যাবহার করে বলে জানা যায়।
যা প্রায় শতভাগ নির্ভুলভাবে এই সকল মিসাইল থেকে প্রতিরক্ষা প্রদান করে।
সর্বশেষ আপডেট: ১ মার্চ ২০২১, ১৬:০৩
পাঠকের মন্তব্য