এমিরেটস এয়ারলাইন্সের প্রথম শ্রেনীর সেবা এখন বাংলাদেশে !

এমিরেটস এয়ারলাইন্সের প্রথম শ্রেনীর সেবা এখন বাংলাদেশে !
এমিরেটস এয়ারলাইন্সের প্রথম শ্রেনীর সেবা এখন বাংলাদেশে !

এমিরেটস এয়ারলাইন্সের প্রথম শ্রেনীর সেবা এখন বাংলাদেশে ! আজ( ১ মার্চ থেকে) ঢাকা-দুবাই রুটে “ফার্স্ট ক্লাস সুইট” সেবা চালু করেছে তাঁরা। 

উল্লেখ্য যে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলির মাঝে এমিরেটসই সর্বপ্রথম এই সেবা চালু করলো বাংলাদেশে। বিগত ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এ সকল তথ্য জানায়।

 

সেখানে উল্লেখ করা হয়েছে যে

এমিরেটস ঢাকা-দুবাই রুটে তাদের বিশেষ সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ই আর উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনা করবে, যার প্রথম শ্রেণি কেবিনে ছয়টি স্যুইট, বিজনেস শ্রেণিতে ৪১টি আর ইকোনমি শ্রেণিতে ২১৩টি আসন থাকবে।

ঢাকা-দুবাই রুটে ইকে-৫৮৫ এবং দুবাই-ঢাকা রুটে ইকে-৫৮৪ ফ্লাইটে প্রথম শ্রেণি সেবা পাওয়া যাবে।

ইকে-৫৮৫ স্থানীয় সময় রাত ১টায় ঢাকা ছেড়ে ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই পৌঁছবে।

অন্যদিকে ইকে-৫৮৪ বিকাল ৩টা ৪৫ মিনিটে দুবাই ছেড়ে রাত ১১টায় ঢাকা পৌঁছবে।

কি কি থাকছে এই ফার্স্ট ক্লাস সুইটে ? 

ফার্স্ট ক্লাস সুইটে যাত্রীর আসনটিকে সম্পূর্ণ একটি বিছানায় পরিবর্তিত করা যায়। সেই সাথে থাকছে বিদ্যুতে চলে এরকম একটি মিনিবার ও ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।

এছাড়া থাকছে অটোমেটেড প্রাইভেসি প্রোভাইডার, যার মাধ্যমে যাত্রীর ব্যাক্তিগত নিরাপত্তা সম্পূর্ণ বজায় থাকবে।

এছাড়া দুবাই এয়ারপোর্টে বিলাসবহুল লাউঞ্জ ও লিমুজিন গাড়ী পাবেন এই ফ্লাইটের যাত্রীরা।

উল্লেখ্য যে বাংলাদেশে কোন বিমান সংস্থারই এত বিলাসবহুল ফার্স্ট ক্লাস সেবা নেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাস।

তবে এমিরেটসের এই বিলাসবহুল সুবিধা চালু হলে দেশের উচ্চবিত্ত শ্রেনী নিশ্চিত ভাবেই এই সেবা গ্রহণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।

উল্লেখ্য যে ১৯৮৬ সাল থেকে এমিরেটস বাংলাদেশে ফ্লাইট সেবা দিয়ে আসছে।

সর্বশেষ আপডেট: ১ মার্চ ২০২১, ১৬:১৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও