করোনাভাইরাসে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের বিমানশিল্প?

বাংলাদেশের বিমানশিল্প
বাংলাদেশের বিমানশিল্প

মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বিমান সংস্থাগুলো জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রায় আড়াই হাজার কোটি টাকার লোকসান হয়েছে।

তিন মাসের মতো বন্ধ থাকার পর দেশের বিমান চলাচল স্বল্প পরিসরে শুরু হলেও যাত্রী পাচ্ছে না বিমান সংস্থাগুলোর কোনটিই।
দেশের তিনটি বেসরকারি বিমান সংস্থাগুলোর একটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

সকল কর্মীকে অবৈতনিক ছুটিতে পাঠিয়েছে তারা। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন হারে তাদের কর্মীদের বেতন কমিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭শ কোটি টাকার রাজস্ব ক্ষতি

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও দেশের বাকি তিনটি বেসরকারি বিমানসংস্থা ইউএস বাংলা, নভো এয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ মার্চ থেকে জুনের শুরু পর্যন্ত কোন ফ্লাইটই চালাতে পারেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন কোম্পানিটির পরিস্থিতি বর্ণনা করছিলেন।

তিনি বলেছেন, “ফেব্রুয়ারিতে আমাদের ক্যাপাসিটি লস ছিল ২৬ শতাংশ, যেটা মার্চের শেষে এসে দাঁড়িয়েছিল ৭৬ শতাংশ।
মার্চের শেষে সব কমার্শিয়াল অপারেশন বন্ধ হয়ে গেল জুন পর্যন্ত। এরপর থেকে আমরা শুধু চার্টার্ড ও কার্গো ফ্লাইট চালাচ্ছি কিন্তু সেগুলোতো সীমিত।
আমরা সম্প্রতি কেবলমাত্র কমার্শিয়াল ফ্লাইট সপ্তাহে একটা ঢাকা-লন্ডন শুরু করেছি। আর শুরু করেছি ইউএইতে শুরু করেছি যেহেতু তারা বিমানবন্দর চালু করেছে।
তবে সেখানে অনেক রেষ্ট্রিকশন আছে।”

বেসরকারি বিমানসংস্থাগুলোর পরিস্থিতি

বাংলাদেশে সর্বশেষ তিনটি বেসরকারি বিমানসংস্থা চালু ছিল। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছে তাদের দেয়া তথ্য অনুযায়ী জুন পর্যন্ত ইউএস বাংলার প্রায় চারশো কোটি টাকার লোকসান হয়েছে, রিজেন্ট এয়ারওয়েজ ২০০ কোটি টাকা এবং নভো এয়ারের লোকসান ৬৯ কোটি টাকা।

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং-এর সাথে জড়িতদের বেতন কমানো হয়েছে ১৫ শতাংশ

রিজেন্ট এয়ারওয়েজের সকল প্রকার কার্যক্রমই বন্ধ রয়েছে।
কোম্পানিটির সকল কর্মীকে তিন মাসের অবৈতনিক ছুটিতে পাঠানো হয়েছিলো যা সম্প্রতি সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধু মহামারি পূর্ববর্তী সময়ে বিক্রি হওয়া টিকেটের অর্থ ফেরত দেয়ার জন্য অল্প কিছু কর্মী কাজ করছেন।

কোম্পানিটি ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে তাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেট: ১৮ জুলাই ২০২০, ০২:১৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও