সৌদি সীমান্তরক্ষী বাহিনী দক্ষিণের সীমান্ত দিয়ে সৌদিতে প্রচুর পরিমাণে গাঁজা পাচারের চেষ্টাকালে দেড়টন গাঁজা আটক করেছে।
সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র লেঃ কর্নেল মিসফর বিন ঘান্নাম আল কুরাইনি সৌদি প্রেস এজেন্সিকে জানান যে চলমান অভিযানের অংশ হিসাবে নাজরান অঞ্চলে শররাহায় দেড় টন গাঁজ পাচার কালীন সময় আটক করা হয়েছে।
তিনি আরো বলেন অভিযুক্তদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং মাদক পাচারে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা তারা নিশ্চিত করে যে বর্ডার গার্ডের সদস্যরা এসব বিষয় সকল সময় সাজায় দৃষ্টি রাখছে।
সর্বশেষ আপডেট: ৭ মার্চ ২০২১, ০০:০৭
পাঠকের মন্তব্য