কুয়েতের সরকার কেবল করোনা টিকা গ্রহণকারীদের দেশটিতে ঢুকতে দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে।
করোনা প্রতিরোধে এই নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতে কেবল টিকা গ্রহণকারীদেরই ঢুকতে দেয়া হবে। এ ছাড়া যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের সেপ্টেম্বরের পর ইকামা নবায়ন করা হবে না বলেও জানিয়েছে তারা।
দেশে ছুটি কাটাতে আসা প্রবাসী বাংলাদেশিরা নতুন এই নির্দেশনার কারনে কুয়েতে ফেরা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। আর তাই বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগের দাবি জানিয়েছেন প্রবাসীরা।
প্রবাসী বাংলাদেশিরা জানান, দেশে গিয়ে যেসব ভাই বোনেরা আটকে পড়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার ব্যবস্থার অনুরোধ জানাই সরকারকে। যেন তারা এবার কুয়েতে ফিরতে পারেন।
কুয়েত করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকেই কঠোর অবস্থানে। স্থানীয় নাগরিকসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের সুরক্ষায় নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এ পর্যন্ত কুয়েতে ২০ লাখ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।
সর্বশেষ আপডেট: ২৯ মে ২০২১, ১২:৩৯
পাঠকের মন্তব্য