তুর্কি পুলিশ বাহিনীর বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ৭

বিমান বিধ্বস্ত, পাইলট
বিমান বিধ্বস্ত, পাইলট

তুর্কি পুলিশ বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ সাত নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। পূর্ব তুরস্কের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লিউ জানান, বুধবার দিন শেষে ছোট জেট বিমানটি শত্রু এলাকা পরিদর্শন ও তথ্যানুসন্ধান মিশন থেকে ফিরছিল। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি পাহাড়ি এলাকার ২২০০ মিটার উচুতে ছিল। ইরান সীমানের ভ্যান প্রদেশের ওই পাহাড়ি এলাকায় একটি সুপ্ত আগ্নেয়গিরির অবস্থান রয়েছে। খবর আলজাজিরার।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লিউ বিমানটি উদ্ধার অভিযানে অংশ নেন। তিনি বলেন, ভ্যান ফেরিট মেলেন বিমানবন্দরে ফেরার সময় রাডার সংযোগ থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর রাত তিনটার দিকে বিমানের ভগ্নাংশ শনাক্ত হয়। পুলিশের নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিমানটিতে দু্’জন পাইলট ছিল। বিমান বিধ্বসের ঘটনা তদন্ত করা হচ্ছে। বিমানটি ভ্যান প্রদেশ ও কুর্দি অধ্যুষিত হাক্কারি প্রদেশে পরিদর্শন ও অনুসন্ধান মিশন পরিচালনা করছিল। হাক্কারি প্রদেশটি ইরাক ও ইরান সীমান্ত লাগোয়া।

সর্বশেষ আপডেট: ১৮ জুলাই ২০২০, ১২:২৩
Desk
এড্যমিন

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও