প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চাপে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন গন্তব্যের ফ্লাইটের টিকিটের বাড়তি দাম কমানোর বিষয়টি খতিয়ে দেখতে রাজি হয়েছে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্লাইটের ভাড়া বেড়ে যাওয়ায় বিদেশে কর্মস্থলে যেতে সমস্যায় পড়ছেন প্রবাসী শ্রমিকরা।
গতকাল রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিমান ভাড়া কমানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চাপ দেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সৌদির নিয়োগকারীরা বাংলাদেশি শ্রমিকদের কোয়ারেন্টিনে থাকার জন্য হোটেল বুকিংয়ের খরচ যাতে বহন করে, সে ব্যাপারে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বাংলাদেশ।
সর্বশেষ আপডেট: ৩১ মে ২০২১, ১২:১১
পাঠকের মন্তব্য