সৌদি আরবে কোয়ারেন্টাইন লাগবে না টিকা নেয়া পর্যটকদের

সৌদি আরবে কোয়ারেন্টাইন লাগবে না টিকা নেয়া পর্যটকদের
সৌদি আরবে কোয়ারেন্টাইন লাগবে না টিকা নেয়া পর্যটকদের

করোনা ভ্যাকসিন নেয়া যেকোন ব্যক্তি সৌদি ভ্রমণে গেলে তাকে কোনো ধরনের কোয়ারেন্টাইন করার প্রয়োজন হবে না।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিটেক দেখাতে হবে।

তবে সব ধরনের করোনা ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি সৌদি।
শুধুমাত্র ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা এবং জনসন এন্ড জনসনের উদ্ভাবিত ভ্যাকসিন সার্টিফিকেটগুলোই গ্রহণ করা হবে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উল্লেখিত টিকাগুলো বিশ্বব্যাপী নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।
সেজন্য টিকাগুলো গ্রহণ করা পর্যটকদের কোয়ারেন্টাইন থেকে ছাড় দেয়া হয়েছে।
এজন্য তাদের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

সর্বশেষ আপডেট: ১ জুন ২০২১, ১৪:১৩
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও