সৌদিতে কৃষি খাতে শ্রমিক নিতে বাংলাদেশের অনুরোধ

 ড. এ কে আব্দুল মোমেন
ড. এ কে আব্দুল মোমেন

কৃষি খাতে শ্রমিক নিয়োগে সৌদি আরবের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ।সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদের সঙ্গে ফোনালাপে এমন অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেনকে টেলিফোন করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ।এ সময়ে ড. এ কে আব্দুল মোমেন ঐচ্ছিকভাবে ‘ওআইসি কভিড-১৯ রেসপন্স ও রিকভারি’ তহবিল গঠনের জন্য সৌদি আরবকে উদ্যোগ নিতে আহ্বান জানান।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুহারা ১১ লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। টেলিফোন আলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কভিড-১৯ পরিস্থিতি নিয়ে ড. এ কে আব্দুল মোমেনের কাছে জানতে চান। বাংলাদেশের কভিড নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে ড. এ কে আব্দুল মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

ফোনালাপে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে দেশটির কৃষি খাতে বাংলাদেশী শ্রমিক নিয়োগের অনুরোধ করেন।সেই সঙ্গে গরু ও মুগরির মাংস প্রক্রিয়াকরণে সৌদি আরবের সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের অনুরোধ করেন ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়া সৌদি আরবকে বাংলাদেশ থেকে হালাল গরু ও মুগরির মাংস আমদানির জন্য প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদকে অনুরোধ করেন তিনি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে ভালো মানের পিপিই উৎপাদন এবং রফতানি সক্ষমতার বিষয়েও অবহিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ আপডেট: ২৪ জুলাই ২০২০, ০১:৪৭
Bashir Akon

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও