করোনা নেগেটিভ সনদ নিয়ে ঢাকা ছাড়লেন ৩৯৬ যাত্রী

করোনা নেগেটিভ সনদ
করোনা নেগেটিভ সনদ

সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে করোনাভাইরাস পরীক্ষার সনদ নিয়ে প্রথমবারের মতো আকাশপথে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রা করেছেন প্রায় ৪শ’ জন যাত্রী।
কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের আলাদা দুটি ফ্লাইটে রাতে ঢাকা ছাড়েন তারা।
তবে নির্ধারিত কেন্দ্রের বাইরে থেকে সনদ নেয়ায় বেশ কয়েকজনকে ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।

করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর বিদেশ যাত্রার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেই নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক গন্তব্যে প্রথম ফ্লাইট ছিলো গতরাতে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাই যাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এমন কড়াকড়ি।

বিদেশযাত্রায় সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে করোনা পরীক্ষার সনদ নেয়ার বাধ্যবাধকতার প্রথম দিনে সে বিষয়ে কঠোর অবস্থানে ছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

বিদেশে বাংলাদেশীদের ভুয়া সনদ কেলেঙ্কারি অনিশ্চয়তায় ফেলেছিলো হাজারো বিদেশগামী বাংলাদেশীদের।
পরিস্থিতির উন্নয়নে নির্দিষ্ট ১৬টি কেন্দ্র থেকে বিদেশগামীদের জন্য সনদ সংগ্রহ বাধ্যতামুলক করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেই নির্দেশনা মেনে প্রথমবারের মতো বৃহস্পতিবার রাতে কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের আলাদা দু’টি ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৯৬ জন যাত্রী।

তবে নির্ধারিত কেন্দ্রের বাইরে থেকে সনদ সংগ্রহ করাসহ নানা কারণে কর্তৃপক্ষের বাধায় দুই ফ্লাইটে ৩৪ জন যাত্রীকে ইমিগ্রেশন পার হতে দেয়া হয়নি।

সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বর্তমান টিকিটেই পুনরায় যাত্রার ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফেরত যাওয়া যাত্রীরা।

সর্বশেষ আপডেট: ২৪ জুলাই ২০২০, ১৬:৫০
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও