কাতারে মোট কোভিড আক্রান্তের ১৪ শতাংশই প্রবাসী বাংলাদেশী
তবে কাতারের স্থানীয়দের থেকে প্রবাসী শ্রমিকদের করোনায় আক্রান্তের হার অনেক বেশী। সংবাদ সংস্থা এপির সূত্র অনুযায়ী কাতারে বেশীরভাগ করোনা রোগী বাংলাদেশ, ভারত,পাকিস্তান ও নেপাল থেকে আগত প্রবাসী শ্রমিকগণ।
এপি বলছে কাতারের স্বাস্থ্য বিষয়ক গবেষণা কেন্দ্র ওয়েল কর্নেল মেডিসিনের একটি রিসার্চ থেকে এই সকল তথ্য উঠে এসেছে।
শতাংশের হিসাবে আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১৪ শতাংশ, ভারতের ৪০ শতাংশ, নেপালের নাগরিক রয়েছেন ১৮ শতাংশ।
গালফ অঞ্চলের আরেক দেশ বাহরাইনও ভুগছে প্রবাসী শ্রমিকদের মাঝে উচ্চ করোনা রোগী ছড়িয়ে পড়ায়। সেই দেশে আজকের (২৪ জুলাই) হিসাব মোতাবেক প্রায় সাইত্রিশ হাজার মানুষ কোভিড-১৯ পজেটিভ হয়েছেন।
যাদের মাঝে ছয় হাজার রোগী শনাক্ত করা হয় কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে।
বাহরাইনে কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে শনাক্ত করা রোগীদের মাঝে ২৬০০ ভারতের, ১২৬০ বাংলাদেশের, নেপাল ও পাকিস্তানের ৪০০ জন।
সর্বশেষ আপডেট: ২৪ জুলাই ২০২০, ১৭:০৯
পাঠকের মন্তব্য