বাহরাইন, জর্ডান ও কুয়েতের সাথে থাকা স্থলবন্দরগুলি খুলে দিচ্ছে সৌদি আরব

বাহরাইন, জর্ডান, কুয়েত, স্থলবন্দর
বাহরাইন, জর্ডান, কুয়েত, স্থলবন্দর

বাহরাইন, জর্ডান ও কুয়েতের সাথে থাকা স্থলবন্দরগুলি খুলে দিচ্ছে সৌদি আরব

গতকাল(২৩ জুলাই) এই স্থলবন্দর গুলি খুলে দেওয়া হয়েছে।

আল খাফিজ, আল বাথা, আল রাকাই এবং কিং ফাহাদ সামুদ্রিক ব্রিজ খুলে দেওয়া হয়েছে যাতে করে উপসাগরীয় দেশগুলি হতে সৌদি নাগরিকগণ নির্বিঘ্নে সৌদি আরবে ফিরে আসতে পারেন।

কুয়েতে অবস্থিত সৌদি দূতাবাস বলছে যে সেখানে অবস্থানরত সৌদি নাগরিকগণ তাদের পরিবার( পিতামাতা, স্ত্রী, সন্তান) ও গৃহকর্মীদের নিয়ে এখন নির্বিঘ্নে সৌদি আরবে ফিরে যেতে পারেন।

তবে এই ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং করোনাভাইরাস মহামারী প্রতিরোধে দরকারী ব্যাবস্থা গ্রহণের মাধ্যমে কুয়েত হতে সৌদি যাত্রা করতে হবে।

বাহরাইনে অবস্থিত সৌদি দূতাবাস বলছে সেই দেশে অবস্থানরত সৌদি নাগরিকগণ খুব সহজেই, আগে থেকে নেওয়া কোন রকম অনুমতি ছাড়াই কিং ফাহাদ সামুদ্রিক ব্রীজের মাধ্যমে সৌদি আরবে ফিরে যেতে পারবেন।

তবে সৌদি ট্রানজিট প্যাসেঞ্জার যারা বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশে ফিরছেন তাদের অবশ্যই ১০ দিনের কোয়ারান্টাইন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য যে কিং ফাহাদ সামুদ্রিক ব্রিজ স্থলপথে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার একমাত্র স্থলবন্দর।

খাফিজ এবং রাকাই যথাক্রমে কুয়েতের সাথে সৌদির প্রথম ও দ্বিতীয় স্থলবন্দর।

অন্যদিকে আল বাথা স্থলবন্দর সৌদি আরবকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সাথে সংযুক্ত করেছে

সর্বশেষ আপডেট: ২৪ জুলাই ২০২০, ১৭:১৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও