এমিরাটস যাত্রীদের কেউ করোনা আক্রান্ত হলে চিকিৎসা ব্যয় বহন করবে কর্তৃপক্ষ

এমিরাটস কর্তৃপক্ষ দেবে করোনায় আক্রান্ত এমিরাটস যাত্রীদের চিকিৎসা ব্যয়। সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাই এমিরাটস খুব শ্রীঘ্রই তাদের বিমান চলাচল শুরু করবে। এ সময় যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বাধিক গুরুত্ব দিবে বলে জানিয়েছে তারা।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নির্দেশ দিয়েছেন আসন্ন গ্রীষ্মে এমিরাটস যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে।
প্রিন্স আরো জানিয়েছেন, ভ্রমণের সময় যদি কোন যাত্রী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন তবে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখে যথাযথ চিকিৎসা প্রদান করা হবে।

দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং এমিরেটস গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) শেখ আহমেদ বিন সাদ আল মাকতুম বলেছেন, ‘শেখ মোহাম্মদের নির্দেশে আমিরাতে বিশ্বের মাানুষের ভ্রমণের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর পথে রয়েছি আমরা। কোভিড-১৯ মহামারীর ফলে সৃষ্ট পরিস্থিতিতে কোয়ারেন্টিন ও লকডাউনে থেকে মানুষ উদগ্রীব হয়ে আছে বিশ্ব ভ্রমণের জন্য। এ সময় তাদের প্রয়োজন একটুখানি সহানুভূতি ও আশ্বাসের। আর আমরাই প্রথম যাত্রীদের এই আশ্বাস দিচ্ছি। এমিরাটসের এই মহৎ ও সাহসী উদ্দ্যোগের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। ‘

এমিরাটস সিইও শেখ আহমদ বিন সাদ জানান, ৩০ অক্টোবর পর্যন্ত যেসব যাত্রীরা এমিরাটস এয়ারলাইন্সে ভ্রমণ করবেন তাদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা। এতে যাত্রীরা এমিরাটসে ভ্রমণের ৩১ দিনের মধ্য যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তবে তারা এই সুবিধা পাবেন।

কর্তৃপক্ষ জানায়, এর ফলে এমিরাটস যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর পরে অন্য কোনও শহরে ভ্রমণ করলেও এই সুবিধাটি পাবেন। এর ফলে যাত্রীরা পাবেন অতিরিক্ত আশ্বাস

সর্বশেষ আপডেট: ২৪ জুলাই ২০২০, ২০:০১
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও