লন্ডনের বিমানবন্দর থেকে তিন বাংলাদেশিকে ফিরিয়ে দিল কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ
কাতার এয়ারওয়েজ

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনজন বাংলাদেশি যাত্রীকে ফিরিয়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) লন্ডন সময় সকাল পৌনে আটটার একটি ফ্লাইট থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এই তিন যাত্রীর কাছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড ছিল। বাংলাদেশিদের কেন ফিরিয়ে দেওয়া হলো তার সুনির্দিষ্ট কারণ জানায়নি কাতার এয়ারওয়েজ।

তবে আরেকটি সূত্র জানায়, কাতার এয়ারওয়েজ এখন থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিক্লেয়ারেশনের কার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড নিয়েই বাংলাদেশি নাগরিকরা উড়োজাহাজে ভ্রমণ করে থাকেন।

–বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সর্বশেষ আপডেট: ২৫ জুলাই ২০২০, ০১:৫৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও