সৌদি আরব প্রবাসীদের রেসিডেন্স পারমিট অর্থাৎ ইকামার মেয়াদ দ্বিতীয় দফাতে আবারো নিখরচায় স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের জন্য বাড়ানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ বা জাওয়াজাত। সৌদি বাদশাহ সালমান এর পূর্ব ঘোষণামতেই তিন মাসের ফ্রি ইকামা নবায়নের কার্যক্রম শুরু হবার কথা নিশ্চিত করে জাওয়াজাত ।
সৌদি আরবে অটোমেটিকভাবে বাড়লো প্রবাসীদের ইকামার মেয়াদ!
চলতি জুলাই মাসের শুরুর দিকে সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় এর অভিভাবক কিং সালমান বর্তমানে সৌদি আরবের সকল প্রবাসীদের যাদের এক্সিট ভিসা ও রিটার্ন ভিসা এর মেয়াদ উত্তীর্ন হয়ে গিয়েছে, তাদের কোনপ্রকার চার্জ নেয়া ছাড়াই ৩ মাসের ভিসার মেয়াদ বৃদ্ধি করে দেয়ার নির্দেশ দিয়েছেন।
সৌদি আরবে করোনাভাইরাস মহামারির শুরু থেকেই এখন পর্যন্ত সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার ফলে সৌদি আরবের বাইরে অবস্থান করা প্রবাসীরা সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না, একারনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাওয়াজাত কর্মকর্তারা জানিয়েছেন, তারা ন্যাশনাল ইনফর্মেশন সেন্টার এর সাহায্য নিয়ে প্রবাসীদের ইকামা এর মেয়াদ বৃদ্ধির কার্যক্রম শুরু করেছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবেই প্রবাসীদের ইকামা এর মেয়াদ বৃদ্ধি করা হবে, এর জন্য প্রবাসীদের কোনপ্রকার আবেদন করতে হবে না।
জাওয়াজাত চীফ মেজর জেনারেল সুলাইমান আব্দুলআজিজ আলইয়াহিয়া গণমাধ্যমকে জানান, সৌদি সরকার ইতিমধ্যেই প্রবাসীদের জন্য বেশকিছু উদ্যেগ নিয়েছে, যার মধ্যে একটি হচ্ছে কোনপ্রকার ফি বা চার্জ ছাড়াই সেসকল প্রবাসীদের ইকামা এর মেয়াদ বৃদ্ধি করা, যারা নিজেদের ইকামার মেয়াদ থাকা অবস্থায় সৌদি আরব ছেড়ে গিয়েছিলেন কিন্তু করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবে ফেরত আসতে পারেননি, এবং তার ইকামা বা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
এছাড়াও, যেসকল প্রবাসী ফাইনাল এক্সিট ভিসা বা রিএন্ট্রি ভিসা ইস্যু করেও করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকেও সকল প্রকার জরিমানা ও ফি মওকুফ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে
বিগত মার্চ মাস থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। গতমাস থেকে সতর্কতার সাথে ডোমেস্টিক ফ্লাইট চালু করা হলেও এখনো আন্তর্জাতিক ফ্লাইট চালু করার বিষয়ে কোনপ্রকার ঘোষণা দেয়নি সৌদি সরকার
সর্বশেষ আপডেট: ২৭ জুলাই ২০২০, ১৪:২৩
পাঠকের মন্তব্য