ঢাকায় ফ্লাইট বাড়াচ্ছে এমিরেটস ৩ আগস্ট থেকে সপ্তাহে ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৬টি ফ্লাইট

৩ আগস্ট থেকে সপ্তাহে ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৬টি ফ্লাইট
৩ আগস্ট থেকে সপ্তাহে ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৬টি ফ্লাইট

মিরেট্স এয়ারলাইনস ঢাকায় তাদের ফ্লাইট চলাচল বৃদ্ধি করেছে। আগামী ৩ আগস্ট থেকে প্রতি সপ্তাহে ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৬টি ফ্লাইট পরিচালিত হবে।

এক বার্তায় বিষয়টি জানিয়েছে এমিরেটস বাংলাদেশ।

এমিরেটস জানায়, সরকারের নির্দেশক্রমে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণকারী প্রতিটি যাত্রীর জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

ফ্লাইট ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত ১৬টি হাসপাতালের যেকোনো একটিতে পরীক্ষার জন্য স্যাম্পল প্রদান করতে হবে। অর্থাৰ ঢাকার হাসপাতালগুলোতে স্যাম্পল পাঠাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে যেতে হবে। সেখানে জেলা সিভিল সার্জন অফিসের নির্ধারিত বুথে গিয়ে নমুনা দিতে হবে।

যাত্রী ও এমপ্লয়িদের নিরাপত্তার জন্য ভ্রমণের প্রতিটি ধাপে বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে এমিরেটস।
প্রতি যাত্রীকে বিনামূল্যে প্রদান করা হচ্ছে হাইজিন কিট, যাতে রয়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও ব্যাকটেরিয়ানাশক ওয়াইপস।

এমিরেটস জানায়, আগস্ট মাসে এয়ারলাইনের নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে; ২ আগস্ট নাইরোবি এবং ১০ আগস্ট বাগদাদ ও বসরায় পুনরায় ফ্লাইট শুরু হবে।
তখন এয়ারলাইনের বিশ্বব্যাপী নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা দাঁড়াবে ৬৭টি, যার মধ্যে ৫টি মধ্যপ্রাচ্যে এবং ৭টি আফ্রিকায়।

বিদেশ ভ্রমণেচ্ছু যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে এমিরেটস সস্প্রতি একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে- এমিরেটসে ভ্রমণকালে কোনো যাত্রী করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় এবং কোয়ারেন্টাইন-এর খরচ বহন করবে এয়ারলাইন।

সর্বশেষ আপডেট: ২৮ জুলাই ২০২০, ২৩:০৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও