আজ ২৮ জুলাই (মঙ্গলবার) সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ২৯ জন রোগী।এছাড়াও আজ নতুন করে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৮৯৭ জন করোনা রোগী!
সৌদি আরবে করোনায় নতুন শনাক্ত ১৮৯৭, সুস্থ আরো ২৬৮৮ জন
সৌদি আরবে আজ করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২৯ জন রোগী। এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৮৯ জন।
আজ নতুন করে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে আরো ১ হাজার ৮৯৭ জনের। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭০ হাজার ৮৩১ জন।
এছাড়া আজ করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ৬৮৮ জন রোগী। এতে করে সৌদিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৫ হাজার ৬২৪ জন।
বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৪২ হাজার ৪১৮ জন। এর মাঝে গুরুত্বর অবস্থায় রয়েছেন ২ হাজার ১০৩ জন রোগী।
উল্লেখ্য, নভেম্বর থেকে বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন অব্ধি ১ কোটি ৬৬ লক্ষ ৯৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ লাখ ৫৭ হাজারের বেশী ।এছাড়া সুস্থ হয়েছে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ৭২ হাজারের বেশী।
করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্র , ব্রাজিল, মেক্সিকো ও ভারতের অবস্থা ভয়াবহ । সৌদি আরব অবস্থান করছে করোনার শীর্ষ ১৩ দেশের তালিকায়।
সর্বশেষ আপডেট: ২৮ জুলাই ২০২০, ২২:৫৯
পাঠকের মন্তব্য