প্রবাসীদের প্রতি সৌদি দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

প্রবাসীদের প্রতি সৌদি দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি
প্রবাসীদের প্রতি সৌদি দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

প্রবাসীদের প্রতি সৌদি দূতাবাসের জরুরি একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বাংলাদেশী প্রবাসী, অভিবাসীদের কোন প্রকার রাজনৈতিক বা সামাজিক সংগঠন তৈরি বা এর সাথে জড়িত থাকা, কোন প্রকার সাংবাদিকতা করা ও ঢাকায় সংবাদ প্রেরণ ইত্যাদি কাজে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রবাসীদের প্রতি সৌদি দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি
এই বিজ্ঞপ্তি তে উল্লেখ করা হয় যে, সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীগণ সৌদি সরকারের কোন প্রকার অনুমতি গ্রহণ ছাড়াই বিভিন্ন রকম বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার ও কার্যক্রম পরিচালনা করছেন যার উপর সৌদি সরকারের নজর পড়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জুলাই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী রাষ্ট্রদূত তামিম বিন মাজেদ আল দোসারি এর নেতৃত্বে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিদলের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ে আমন্ত্রণ জানিয়েছিল।

ঐ বৈঠকে আলোচিত হয় যে কিছু সংখ্যক বাংলাদেশী প্রবাসী তাদের ইকামায় যে পেশা উল্লেখ করা আছে তার বাহিরে সম্পূর্ণ অনুমোদনহীন ও বেআইনি ভাবে সৌদি আরবে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংঘটন পরিচালনা করছেন ।

এছাড়া বেশ কিছু প্রবাসী-অভিবাসী সৌদি তথ্য মন্ত্রণালয়ের কোন প্রকার অনুমতি, অনুমোদন ও প্রেস ভিসা ছাড়াই নিজেদেরকে সৌদি আরবে সাংবাদিক বলে পরিচয় দিচ্ছেন এবং অনেক রকম সংবাদ বাংলাদেশে পাঠাচ্ছেন।

ঐ বৈঠকে আরো জানানো হয় যে, সৌদি আরবে যে সকল বাংলাদেশী বিভিন্ন পেশায় জড়িত আছেন তাদের ঐ নির্দিষ্টপেশা ছাড়া অন্য কোন পেশায় জড়িত হওয়া পুরোপুরি বেআইনি।

এছাড়া ইকামা উল্লেখিত পেশার বাহিরে সৌদি আরব প্রবাসীদের কোন প্রকার রাজনৈতিক বা সামাজিক সংগঠন পরিচালনা বা এতে যুক্ত হওয়া, নিজেরা নিজেরা কোন প্রকার সংবাদ সম্মেলন আয়োজনসহ কোন প্রকার সাংবাদিকতা করার কোনই এখতিয়ার নেই।

সৌদি আরবে এ সকল কাজ সম্পূর্ণ বেআইনি।

এ সকল অনুমোদনহীন কর্মকান্ড সৌদি আরবে কেউ পরিচালনা করলে তাকে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের আওতায় এনে জেল ও জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে এবং সেই সাথে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলেও জানানো হয় ঐ বৈঠকে।

এবং সেই সাথে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট যাতে কোন ভাবেই এই সকল কাজে জড়িত কোন বাংলাদেশীকে কোন প্রকার আশ্রয়, স্বীকৃতি, অনুমােদন,প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরােধ জানানাে হয়।

এর প্রেক্ষিতেই বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে উপরে উল্লেখিত কর্মকাণ্ডে সকল বাংলাদেশী প্রবাসী-অভিবাসীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এরপরেও কেউ যদি এ সকল কাজ চালিয়ে যেতে থাকে তাহলে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট এর কোন দায়ভার গ্রহণ করবেনা।

তাই বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বসবাসকারী সকল বাংলাদেশী প্রবাসী-অভিবাসীদের সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের ভাবমূর্তি ধরে রাখার জন্য উপরে আলোচিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরােধ করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ৩০ জুলাই ২০২০, ১৯:৩২
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও