অবৈধ হজযাত্রী পরিবহনের জন্য ৭ জনের কারাদণ্ড

হজযাত্রী
হজযাত্রী

অবৈধ হজযাত্রী পরিবহনের জন্য সৌদি আরবে ৭ জনকে কারাগারে নিক্ষেপ করেছে আদালত। এবছর করোনা ভাইরাস মহামারীর জন্য খুব স্বল্প সংখ্যক হজযাত্রী পবিত্র হজ পালন করার অনুমতি পায়। কিন্তু অনুমতি ছাড়াই কিছু হজযাত্রী অংশ নেয়, পরে তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।
অবৈধ হজযাত্রী পরিবহনের জন্য ৭ জনের কারাদণ্ড

অবৈধ হজযাত্রী পরিবহন করার জন্য ৭ জনকে কারাগারে পাঠিয়েছে সৌদি প্রশাসন। কোভিড-১৯ পরিস্থিতিতে এবছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য বছর যেখানে প্রায় ২০/২৫ লক্ষ হাজীরা হজ করেন, সেখানে এবছর মাত্র ১ হাজার বা মতান্তরে ১০ হাজার হাজী হজ পালন করেছেন।

শুধুমাত্র সৌদি আরবে অবস্থানকারীরাই এবছর হজ করার অনুমতি পায়। এদের মধ্য সৌদিতে অবস্থিত কিছু বিদেশী এবং সৌদির নাগরিকদের মধ্য থেকেই এক হাজার সৌভাগ্যবান হজ পালনের অনুমতি পায়।

কিন্তু এই বছরের ব্যতিক্রমী হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসাবে সৌদি আরবের সাত জনকে হজ অনুমতি ছাড়াই হজযাত্রীদের পরিবহণ নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য জেল ও কড়া জরিমানা করা হয়েছে।

জানা যায়, নিরাপত্তা বাহিনী তিনটি গাড়িতে ১৭ জন অবৈধ হজযাত্রীকে পরিবহন করছিলো তারা । পরে তাদের আটক করা হয় এবং তাদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

সর্বশেষ আপডেট: ২ আগস্ট ২০২০, ১৬:২৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও