তিন জামারাতে শয়তানকে কংকর নিক্ষেপ করলেন হাজীরা। প্রতীকীভাবে এই কংকর নিক্ষেপের জন্য এ বছরের হজে হাজীদের স্বাস্থ্যবিধি অনুসারে কংকর সরবরাহ করা হয়। এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে হজ পালন করা হচ্ছে।
তিন জামারাতে শয়তানকে কংকর নিক্ষেপ করলেন হাজীরা
এই কংকর নিক্ষেপ এবারের পবিত্র হজের সকল নিরাপত্তা প্রটোকল মেনেই পালন করা হয়েছে। হাজীরা গত ৩১ জুলাই ইহরাম ত্যাগ করে সাধারণ পোশাক পড়েছিলেন।
তাঁরা মাস্ক ও সাধারণ পোশাক পরিধান করে আল্লাহ আকবর ধ্বনি তুলে ছোট ছোট দলে ভাগ হয়ে জামারাতের উদ্দেশ্যে রওনা হন।
হাজীরা প্রথমে জামারাত আলসুগরায় কংকর নিক্ষেপ করেন। এরপর জামারাত আল ওয়াস্তা ও জামারাত আল আকবাতে ৭ বার করে কংকর নিক্ষেপ করেন।
জামরাতে কংকর নিক্ষেপ হজের অন্যতম গুরত্বপূর্ণ পর্ব।
হাজীরা কুরবানী ঈদের দিনে প্রথম দফায় জামারাত আল আকাবায় কংকর নিক্ষেপ করেছিলেন। , পরের দু-তিন দিনের মধ্যে তারা তিনটি স্তম্ভের উপরে প্রত্যেকে সাতটি পাথর নিক্ষেপ করা হয়।
পাথর ছোঁড়া তিনটি স্থানের চারপাশে পাঁচ স্তরের জামারাত কমপ্লেক্স কাঠামোটি হজযাত্রীদের দারুণ ভাবে জনসমাগম রোধে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে পারেন।
সর্বশেষ আপডেট: ২ আগস্ট ২০২০, ১৬:৩২
পাঠকের মন্তব্য