সৌদি প্রবাসীদের মধ্য থেকে যারা আগামী ০৮ আগস্ট ২০২০ ( সম্ভাব্য) তারিখে বিমানের বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে বাংলাদেশে যেতে ইচ্ছুক তাঁরা দূতাবাসের রেজিস্ট্রশনবিহীন সরাসরি বিমান অফিস থেকে টিকেট কেনার জন্য অনুরোধ করা হলো। মোট আসন সংখ্যা ৪১৯।
টিকেটের মূল্য: ইকনোমি ক্লাস ( ১৯০০ সৌ. রি.), বিজনেস ক্লাস ( ২৮০০ সৌ. রি.)
পাঠকের মন্তব্য