কুয়েতের বাইরে থাকা অবস্থায় যাদের আকামার মেয়াদ শেষ তাদের কোম্পানীগুলো আর নতুন করে আকামার মেয়াদ নবায়ন করছে না। এমন এক হাজার প্রবাসীর আকামার মেয়াদ বাতিল হচ্ছে প্রতিদিন। এছাড়া ছুটিতে থাকা ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদেরও আকামার মেয়াদ নবায়ন করছে না। তবে এসব বয়সের মধ্যে যারা শিক্ষক, চিকি’সক ও প্রকৌশলী তারা ভিজিট ভিসায় এসে আকামার মেয়াদ নবায়ন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোম্পানীর ইচ্ছা থাকতে হবে।
যেসব প্রবাসী দেশে থাকা অবস্থায় আকামার মেয়াদ শেষ হয়ে হেছে তারা নতুন ভিসা ছাড়া অার কুয়েত যেতে পারবেন না। আর যাদের আকামার মেয়াদ আছেন তাদের ছুটি ৬ মাসের পরিবতে ১২ মাস করা হয়েছে। ফ্লাইট চালু হলে তারা স্বাস্থ্যবিধি মেনে কুয়েত যেতে পারবেন। ৩০ জলাই কুয়েত দৈনিক আল রাই, আল কাবাসসহ একাধিক গণমাধ্য বিষয়টি নিশ্চিত করেছে।
সর্বশেষ আপডেট: ৪ আগস্ট ২০২০, ১৫:৪৪
পাঠকের মন্তব্য