শিগ্রই ওমরাহ্‌ হজ চালু করার প্রস্তুতি নিচ্ছে হজ মন্ত্রানালয়।

ওমরাহ্‌, হজ মন্ত্রানালয়, সৌদি গেজেট
ওমরাহ্‌, হজ মন্ত্রানালয়, সৌদি গেজেট

শিগ্রই ওমরাহ্‌ হজ চালু করার প্রস্তুতি নিচ্ছে হজ মন্ত্রানালয়।

সফলভাবে হজ পরিচালনার পর শিগগিরই ওমরাহ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ।

হজ ও ওমরাহ উপমন্ত্রী ড . হুসেইন আল - শরিফ সৌদি গেজেটকে এ তথ্য জানিয়েছেন ।

সৌদি গেজেট / ওকাজকে দেয়া সাক্ষাৎকারে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড . হুসেইন আল - শরিফ জানান , শিগগিরই আসন্ন ওমরাহ মৌসুমের প্রস্তুতি শুরু করবে সৌদি আরব ।

মন্ত্রণালয় সম্প্রতি শেষ হওয়া সফল হজ আয়ােজনের মূল্যয়ন ও পর্যালােচনা শুরু করবে, করােনা পরিস্থিতিতে উচ্চ মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যেভাবে হজ আয়ােজন করেছে ওমরাহর জন্য তাও ভেবে দেখা হবে ।

হজ ও ওমরাহ উপমন্ত্রী আরও জানান হজ শেষ হয়েছে । ন্যূনতম ৭ দিন কোয়ারেন্টাইন করে যার যার গন্তব্যে ফিরে যাবে হজে অংশগ্রহণকারীরা ।

যারা বিমানে যাবে তাদের বিমান বন্দরে পৌছে দেয়া হবে, আর যারা সড়ক পথে যাবে তাদের গন্তব্যে পৌছার ব্যবস্থাও করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ।

তথ্য সূত্র :সৌদি গেজেট

সর্বশেষ আপডেট: ৪ আগস্ট ২০২০, ২৩:৩৪
Bashir Akon

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও